রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Oscar Bruzon opens up about derby victory

খেলা | রিজার্ভ বেঞ্চই পার্থক্য গড়ে দিয়েছে, ডার্বি জিতে বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার

KM | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ২৪Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ডার্বিতে জেতার পরে মহমেডান স্পোর্টিংয়ের প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। 

আইএসএলে এই প্রথম কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের পরে অস্কার ব্রুজোঁ  সাংবাদিকদের বলেন, ''মহমেডানের প্রশংসা করতেই হবে। ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও ওরা আজ যথেষ্ট ভাল খেলেছে। লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করেছে। আমার তরফ থেকে মহমেডানের প্রতি পূর্ণ সমর্থন রইল।'' 

দলের পরিবর্ত খেলোয়াড়দের প্রশংসা করে ইস্টবেঙ্গল কোচ বলেন, ''আজ আমাদের রিজার্ভ বেঞ্চই ম্যাচের ফয়সলা করে দিয়েছে। সল ক্রেসপো বেঞ্চ থেকে নেমে গোল করল, ডেভিডও তাই। গত কয়েক সপ্তাহে এটাই ছিল না আমাদের। ৯০ মিনিট ধরে ধারাবাহিক ভাবে আমরা খেলতে পারিনি। দল আজ ভাল খেলেছে। প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছি, শেপ বজায় রাখতে পেরেছি, কৌশলগত শৃঙ্খলাও ছিল আমাদের খেলায়। আমাদের ছেলেদের প্রশংসা করতেই হবে। ভাল খেলেছে ওরা।'' 

দলের চোটআঘাত সমস্যা কিছুটা হলেও কমেছে বলে জানান অস্কার। লাল-হলুদ কোচ বলেন, ''চোট-সমস্যা কমেছে। ফলে আজ আমরা খেলায় উন্নতি আনার জন্য বেঞ্চ থেকে কয়েকজন খেলোয়াড়কে নামাতে পারলাম।'' 

আইএসএলে এই প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে অস্কার বলেন, ''ডার্বি বরাবরই গুরুত্বপূর্ণ। এটা শুধু দুটো দলের খেলা নয়, ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের আবেগ, ভালবাসাও এর সঙ্গে মিশে থাকে। তাই ম্যাচের পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল, তারা দলের পারফরম্যান্সে খুশি। এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, গত সপ্তাহটা আমাদের খারাপ গিয়েছে।'' 

দলের নতুন বিদেশি ফরোয়ার্ড ক্যামেরুনের মেসি বৌলির প্রশংসাও শোনা গেল অস্কারের মুখে। স্প্যানিশ কোচ বলেন, ''যে ৬০ মিনিট খেলেছে মেসি, তাতে যথেষ্ট আন্তরিকতা ছিল। প্রতিপক্ষকে ও সমানে চাপে রেখেছিল। মনে হচ্ছিল, সারা মরশুমই যেন ও আমাদের সঙ্গে ছিল। দলের মধ্যে একটা গতি এনে দিয়েছে মেসি। ওর মধ্যে সেই চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব আছে। লং বলে ও খুবই ভাল। বল ধরে রাখতে পারে। বাঁ দিক দিয়ে ও বেশ কয়েকবার দৌড়ে যে ভাবে বক্সে ঢুকেছে, তা অনবদ্য। ওর জন্য আমরা আজ অনেকটা চাপে রাখতে পেরেছি মহমেডানকে। ওর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওর কাছ থেকে যেটা চেয়েছিলাম, সেটাই পেয়েছি।'' 

মহমেডানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে নন্দকুমার ও নাওরেম মহেশ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় বেশ বিপদে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ডার্বিতে সেই দু'জনই বেশ ভাল খেলেন। এই দু'জন সম্পর্কে অস্কার  বলেন, ''নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভাল যাচ্ছিল না। তবে নন্দ ও মহেশ আজ ভাল খেলেছে। প্রথম লিগে যা হয়েছিল, সে জন্য আমরা খুশি ছিলাম না। সেই ম্যাচে ন'জনে খেলতে হয়েছিল আমাদের। মহমেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দু'জন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল, আজকের ম্যাচে তার প্রায়ঃশ্চিত্ত করল বলতে পারেন। এ ছাড়া ক্রেসপো মাঠে ফিরে সমস্যা অনেক কমিয়ে দিয়েছে। ও আমাদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। তবে ওকে আমরা মাত্র ৩০ মিনিট পেয়েছি। ওকে আমাদের পুরো ৯০ মিনিট দরকার।'' 

টপ সিক্সে যাওয়ার আশা ক্ষীণ ইস্টবেঙ্গলের। তবু বাকি ম্যাচগুলো থেকে ইতিবাচক ফলাফল চান লাল-হলুদ কোচ। সে কথা জানিয়ে কোচ বলেন, ''আইএসএলে আমরা লড়াই ছেড়ে দিইনি। লড়াই জারি থাকবে। যতটা ভাল ভাবে শেষ করা যায় আইএসএল, সেই চেষ্টা করব। পরবর্তী ম্যাচে যদি সেলিস ও জিকসনকে পেয়ে যাই, তা হলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদিও ওদের পেশির চোট রয়েছে এবং ওদের জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে রাজি নই আমরা।'' 

 

 


OscarBruzonMohammedanSportingISLDerby

নানান খবর

নানান খবর

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া